অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি
প্রকাশিত : ২২:২০, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৭, ৮ ডিসেম্বর ২০১৭
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল এর কাযার্লয়ে এই চিঠি পাঠানো হয়।
হুমকি দিয়ে পাছানো চিঠিতে বলা হয়েছে, ‘আপনার দিন ফুরিয়ে আসছে। জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হোন।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, হত্যার হুমকি পেয়ে শাহবাগ থানায় জানানো হয়েছে। এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পেয়েছিলাম। হত্যার হুমকির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ নভেম্বর সরকারের প্রধান আইন কর্মকর্তার মেয়ে শিশির কণাকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল অজ্ঞাত দুর্বৃত্তরা।
আর
আরও পড়ুন