ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

অ্যাতলেটিকোকে উড়িয়ে সেমিতে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ২৭ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১০:৩০, ২৭ জানুয়ারি ২০২৩

প্রথমার্ধের পুরোটাই অপরিকল্পিত খেলা। দেখে মনে হচ্ছিল ম্যাচের শেষটা বুঝি সুখকর হবে না রিয়াল মাদ্রিদের। কিন্তু দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ালো গার্নাররা। শেষ পর্যন্ত ৪ গোলের ম্যাচে শেষ হাসিটা আনচেলত্তির দলই হেসেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে একের পর এক আক্রমণ করে সান্তিয়াগোর ম্যাচটি নিজেদের করে রাখল সাদা জার্সির দলটি। এদিন কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিকোকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

খেলায় আলভারো মোরাতার গোলে পিছিয়ে পড়েও ১০ জনের দলে পরিণত হওয়া রিয়ালের রদ্রিগো, বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রের গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। যার শেষ গোল দুটিই আসে ম্যাচের অতিরিক্ত সময়ে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি