ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

অ্যান্ডারসন ৩০০২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ৩ এপ্রিল ২০১৮

অনন্য কীর্তি গড়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। টেস্টে সর্বাধিক ডেলিভারির তালিকায় পেসারদের মাঝে শীর্ষে উঠে গেছেন ইংলিশ তারকা। তার মোট ডেলিভারি এখন ৩০ হাজার ২০টি।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এই রেকর্ড স্পর্শ করেন অ্যান্ডারসন। ১৭তম ওভারে পূরণ হয় তার সর্বাধিক ডেলিভারির রেকর্ড।
অবশ্য সর্বাধিক ডেলিভারির দিক থেকে আরও তিনজন তার সামনে অবস্থান করছেন। অবশ্য সবাই কিংবদন্তি স্পিনার। এরা হলেন- শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও মুত্তিয়া মুরালি ধরন। অ্যান্ডারসনের পরে তার চেয়ে ১ বল কম ডেলিভারি ততা ৩০ হাজার ১৯টি ডেলিভারি নিয়ে রয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ও বাংলাদেশ বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
ইংলিশদের হয়ে এমনিতেই কিংবদন্তির কাতারে রয়েছেন অ্যান্ডারসন। ২০১৫ সালে হয়েছেন টেস্টের সর্বাধিক উইকেট শিকারি। তার উইকেট সংখ্যা ৫৩১টি।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি