ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

অ্যাপেলে বড় ত্রুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ২৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:০০, ২৯ নভেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমে বড় ধরণের ত্রুটি পাওয়া গিয়েছে। এখন সেটা সমাধান করতে প্রতিষ্ঠানটি দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে।

অ্যাপলের সর্বশেষ সংযোজন ম্যাক ওএস হাই সিয়েরা`তে এই ত্রুটিটি ধরা পড়ে। ফলে যে কেও পাসওয়ার্ড ছাড়ায় যন্ত্রটিতে প্রবেশ করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। একই সাথে পেয়ে যাবে শক্তিশালী কিছু প্রশাসনিক ক্ষমতা।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, আমরা ত্রুটি সমাধান করার জন্য একটি সফটওয়্যার আপডেট করার কাজ করছি।অ্যাপলের এই মারাত্মক ত্রুটিটি প্রথম আবিষ্কার করেন লেমি এরগিন নামের তুরস্কেরের এক ডেভেলপার। এরগিন দেখতে পান যে, ইউজার নেমে ইংরেজিতে `root` লিখলে পাসওয়ার্ড এর জায়গাটা খালি বা শূন্য হয়ে পড়ে। এবং `enter` বাটনে কয়েক বার চাপ দিলে, সে যে যন্ত্রে বা ম্যাকের সিস্টেমে ঢুকতে চাচ্ছে সেখানে সহজে ঢুকতে পারছে।

এদিকে অ্যাপলের এই ত্রুটির কথা প্রকাশ করায় সমালোচনার শিকার হয়েছেন এরগিন।

তবে এত বড় সমস্যার ব্যাপারে অ্যাপল আগে থেকে জানতো কিনা সেই বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি অ্যাপল।

 

সূত্র : বিবিসি

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি