ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘অ্যামাজন অভিযান‘ এর রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:২২, ৭ নভেম্বর ২০১৭

বাহুবলীর রেকর্ড ভেঙে দিল বাংলা ছবি। না, ব্যবসার দিক দিয়ে নয়। পোস্টারের মাপে দক্ষিণের বাহুবলীকে একেবারে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিল বিভূতিভূষণের শঙ্কর। বাংলার সবচেয়ে বড় পোস্টারের তকমা পেল কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘অ্যামাজন অভিযান’। এই পোস্টার এতটাই বড় যে ভারতের মোহনবাগান মাঠে এটির প্রকাশনার অনুষ্ঠান করতে হয়েছে।

জানা গেছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নেওয়া ‘বাহুবলী : দ্য বিগিনিং’-এর পোস্টারের থেকেও নাকি বড় ‘অ্যামাজন অভিযান’-এর পোস্টার। শুধু তাই নয়, নির্মাতাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে লম্বায় এই পোস্টার নাকি কুতুব মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এমনকী স্ট্যাচু অফ লিবার্টির থেকেও বড়।

পোস্টারটির আয়তন, ৬০ হাজার ৮০০ স্কোয়ার ফুট। দৈর্ঘ্য ৩২০ ফুট, আর প্রস্থ ১৯০ ফুট। এর আগে ৫১ হাজার ৬০০ বর্গ ফুটের পোস্টার লঞ্চ করে বিশ্বের সব থেকে বড় সিনে পোস্টারের তকমা জিতে নিয়েছিল ‘বাহুবলী : দ্য বিগিনিং’-এর পোস্টার। তবে দেব অভিনীত ‘অ্যামাজন অভিযান’-এর পোস্টার এবার তাকেও ছাপিয়ে গেল।

এদিন ‘অ্যামাজন অভিযান’-এর পোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘শংকর’ দেব। চাঁদের পাহাড়ের পর এবার তিনি অ্যামাজন অভিযানের পথে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছিল চাঁদের পাহাড়। এবার তারই সিকুয়্যাল ‘অ্যামাজন অভিযান’- বানিয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।  

আর ‘অ্যামাজন অভিযান’-এর এমন পোস্টার লঞ্চের পর সিনেমাটি নিয়ে আগ্রহ যে আরও বাড়ল তা বলাই বাহুল্য। এখন অপেক্ষা শুধু সিনেমাটি মুক্তির।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি