ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আঁকরকাঁটা গাছের যতগুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ২২ ডিসেম্বর ২০১৭

আঁকরকাঁটা একটি ওষুধী গাছ। এর রয়েছে অনেক গুণ। এই গাছ ব্যবহার করে নানাবিধ অসুখ থেকে আরোগ্য লাভ করার সুয়োগ রয়েছে। এই গাছের গুণাবলি তুলে ধরেছেন ড. তপন কুমার দে তার ‘বাংলাদেশের প্রয়োজনীয় গাছ-গাছড়ার বইয়ে। একুশে টেলিভিশন অনলাইনের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

১) দাঁতের মাঁড়ি ফোলে গেলে ও মুখে ঘা হলে শিকড়ের ছাল চূর্ণ পানির সঙ্গে মিশিয়ে কুলি করলে নিরাময় হয়।   

২) শিকড় ছাগদুগ্ধের সঙ্গে বেটে দিনে দুই থেকে তিন বার খেলে ইঁদুর জাতীয় প্রাণীর কামড়ালে বিষক্রিয়া নাশ করে।

৩) শিকড় ও ছাগদুগ্ধ আতপ চাউল ধোয়া পানির সঙ্গে পান করলে গ্রহণী রোগ সারে।

৪) শ্বিত্র পঞ্চানন তেলে আঁকোড় বীজ মিশিয়ে প্রলেপ হিসেবে ব্যবহার করলে ভাল হয়।

৫) ২০০ গ্রাম শিকড় ছালচূর্ণ পানি বা দুধসহ দুই থেকে চার দিন খেলে প্রসাব কমে যায়। পায়ের ফুলা বাড়লে ও পেট ফাঁপায় ব্যবহার্য।

পরিচিতি- আঁকরকাঁটা পাতাঝরা ছোট এবং এলোমেলো শাখা-প্রশাখায় ঝোঁপ-ঝাড়েরেই সমতুল্য। কাণ্ড ম্লান-ধুসর, বাঁকল আঁশযুক্ত, স্থূল এবং শাখা-প্রশাখা ঘন পত্রাচ্ছাদিত। পাতা লম্বা ডিম্বাকৃতি, রোমশ ও একান্তর বিন্যাস। ফুল গুচ্ছবদ্ধ ও সাদা বর্ণের হয়। ফল পেয়ারার মতো ছোট ও পাকলে বেগুনি বর্ণের হয়।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি