আইএফসি’র সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি
প্রকাশিত : ২০:০২, ২১ জুলাই ২০২২
রিস্ক ম্যানেজমেন্ট ও ক্রেডিট আন্ডাররাইটিং বিষয়ক পরামর্শমূলক সেবার জন্য বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)- এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া।
বুধবার (২০ জুলাই) রাজধানীর পুরানা পল্টনস্থ র্যাংস টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী এবং
আইএফসি’র সিনিয়র কান্ট্রি অফিসার মিস নুজহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আইএফসি’র সিনিয়র অপারেশন্স অফিসার পার্থ গুহ ঠাকুরতা, ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব
ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট তাহমিদুর রশীদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চীফ রিস্ক অফিসার মোহাম্মদ রাশীদুল কবীর রাজীব সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসি
আরও পড়ুন