ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

আইএমএফের তৃতীয় কিস্তি ছাড়, রিজার্ভ বেড়ে সাড়ে ২৬ বিলিয়ন ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৮ জুন ২০২৪

বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তি বাবদ ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহিবল (আইএমএফ)। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এতে রিজার্ভ বেড়ে দাড়িয়েছে প্রায় ২ হাজার ৬৫০ কোটি বা সাড়ে ২৬ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফ ছাড়াও দক্ষিণ কোরিয়া, বিশ্ব ব্যাংক ও ইসলামিক উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) বেশ কিছু উৎস থেকে আরও প্রায় ৯০ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে বৃহস্পতিবার রাতে ২০১ কোটি ডলারের ঋণ সহায়তা রিজার্ভে যুক্ত হয়েছে।

আইএমএফের হিসাব অনুযায়ী, গতকাল দেশের রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। সে হিসাবে আজ তহবিল যোগ হয়ে তা গিয়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে। গত চার মাসে বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ রিজার্ভের পরিমাণ এটাই।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পেয়েছিল বাংলাদেশ। গত ডিসেম্বরে পেয়েছিল দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার। এখন তৃতীয় কিস্তির অর্থছাড়ের ফলে বাংলাদেশ সব মিলিয়ে তিন কিস্তিতে আইএমএফের কাছ থেকে পেয়েছে প্রায় ২৩১ কোটি ডলার। চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত সাত কিস্তিতে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ ছাড় করার কথা রয়েছে আইএমএফের।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি