ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আইএলটিএস ছাড়াই ইউক্রেনে মেডিক্যালে পড়ার সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ডাক্তারের সংখ্যার বিশাল ঘাটটি রয়েছে। ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণ ডাক্তারের প্রয়োজন। কিন্তু মেডিক্যাল কলেজগুলোতে সীমিত আসন সংখ্যা এবং ভর্তিচ্ছুক ছাত্রদের সংখ্যা বেশি হওয়ায় অধিক সংখ্যক ছাত্রই ইচ্ছা থাকা সত্ত্বেও ডাক্তারি পড়তে পারে না।

বেসরকারিভাবে পড়তে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়। যাদের ডাক্তারি পড়ার স্বপ্ন আছে অথচ ভর্তি হতে পারেননি তাদের জন্য কম খরচে মেডিক্যালসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে মধ্য ইউরোপের দেশ ইউক্রেনে। ইউক্রেন প্রায় শতভাগ শিক্ষিত মানুষের দেশ। ৮’ শ’টির বেশি  সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় আইইএলটিএস ছাড়াই।এছাড়া ইউক্রেনে বাংলাদেশের চেয়ে কম খরচে ইংরেজি মাধ্যমে এমবিবিএস, ডেন্টাল, নার্সিং (দুই বছরের ডিপ্লোমা এবং তিন বছরের ব্যচেলর ডিগ্রি) পড়া যায়।

ইউক্রেনের আয়তন

২,৩৩,০৬২ বর্গমাইল, লোকসংখ্যা হচ্ছে ৪৫ লক্ষ (প্রায়)। দেশটির মাথাপিছু আয় ৮,৩২০ ডলার। প্রতিবেশী দেশ পোলান্ড, হাঙ্গেরি, বেলারুশ, স্লোভাকিয়া, রোমানিয়া, মালদোভা। ছুটিতে বেড়াতে যাওয়া যায়। ৮’শটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় আইইএলটিএস ছাড়াই।

ভিসা প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের জন্য অফার লেটার আসবে স্টেট ইউনিভারসিটি এবং মূল কপি ইনভাইটেশন আসবে ইউক্রেনের শিক্ষা মন্ত্রণালয় থেকে। শিক্ষার্থী নিয়মিত হলে এবং সাক্ষাত্কারে ইংরেজিতে কথা বলতে পারলে সহজেই ভিসা পাওয়া যাবে। নার্সিং মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বা পেশাদারী বিষয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা সম্ভাবনা শতভাগ।

পড়া যাবে সেসব বিষয়ে

ইংরেজিতে পড়া যাবে এমবিবিএস, ডেন্টাল, নার্সিং, ফার্মেসি, সব ধরণের ব্যচেলর ইঞ্জিনিয়ারি, এভিয়েশন, এয়ার ক্রাফট মেইনটেনেন্স, মেরিন, বাণিজ্য, ম্যানেজমেন্ট, ফুড টেকনোলজি, ফরেস্টট্রি, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টসহ অনেকগুলো বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

টিউশন ফি

টিউশন ফি বছরে  ৩ হাজার ৫’শ থেকে ৪ হাজার ৫’শ মার্কিন ডলার। জর্জিয়াতে খরচ কিছু বেশিই হয় (৪ হাজার ৫’শ থেকে ৫ হাজার ৫’শ ডলার প্রতি বছর)। চতুর্থ বছরে চাকরি করা যায় জার্মানিতে। এছাড়াও সেনজেন কান্ট্রি হাঙ্গেরি, পোলান্ড, লিথুনিয়া ইংরেজি মাধ্যমে এমবিবিএস/ডেন্টাল করা যায়। তবে আইইএলটিএস লাগবে এবং টিউশন ফি বছরে ৮ হাজার থেকে ১২ হাজার ডলার। আমেরিকাতে এমডি করা যায় ৫.৫ বছরে, কিন্তুু প্রথম ৩.৫ বছরে ক্যারাবিয়ান দেশ গায়ানা বা সেন্ট লুসিয়ায় পড়তে হয়।

ইউক্রেনে মেরিন একাডেমিতে পড়াও খুবই আকর্ষণীয়। ইংরেজি মাধ্যমে ৪ বছর মেয়াদি কোর্স, টিউশন ফি বছরে ৩ হাজার ২’শ ডলার। দ্বিতীয় বছরে সি পাসপোর্ট (CDC) পাওয়া যায়। তৃতীয় বছরে ৬ মাস পেইড ইন্টারনিশিপ, মাসিক ভাতা ৫’শ ডলার ও ল্যাপটপ ফ্রি। ৪ বছর শেষে জার্মানিতে চাকরি, ন্যূনতম বেতন ১ হাজার ২’শ মার্কিন ডলার। বাংলাদেশের চেয়ে কম খরচে সকল বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়া যায় ইউক্রেনে, প্রতি বছর টিউশন ফি ২ হাজার থেকে আড়াই হাজার ডলার খরচ হবে।

যোগাযোগ

আগ্রহী  শিক্ষার্থীরা বা তাদের অবিভাবকরা বিস্তারিত জানতে ০১৫৫২৪১৭৫৩১ নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও ই-মেইল যোগে studzinukrane2018 @gmail.com জীবন বৃত্তান্ত ও মার্কশিটের স্ক্যান কপি পাঠালে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া দেশে আরও বহু প্রতিষ্ঠান বিদেশে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে। সেগুলোতেও যোগাযোগ করা যেতে পারে।

কেআই/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি