আইএস দমনে এবার পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত : ১৪:৪৭, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৭, ১৬ আগস্ট ২০১৬
আইএস দমনে এবার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ওহায়োতে দেয়া বক্তব্যে অভিবাসীদের জন্যে কঠোর বাছাই প্রক্রিয়া চালু করার কথা বলেন তিনি। তার পরিকল্পনা অনুযায়ী, সন্ত্রাসবাদের সাথে যুক্ত এমন দেশের অভিবাসীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যদিও কোন কোন দেশ এ তালিকায় থাকবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসের জন্যে আবেদনকারীদের আদর্শগত পরীক্ষার মুখোমুখি করার কথাও উঠে আসে ট্রাম্পের বক্তব্যে। আইএসবিরোধী দেশগুলোর সাথে জোট গঠনের কথা বললেও এরজন্যে কোন সামরিক নীতির কথা উল্লেখ করেননি বিতর্কিত এই প্রার্থী।
আরও পড়ুন