ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আইন করে বিড়ি বন্ধের তাগিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৪:২৬, ১৬ মে ২০১৭

তামাকজাত দ্রব্যের মধ্যে বিড়ি স্বাস্থ্য ও পরিবেশের জন্য বেশি ক্ষতিকর বলে আইন করে বন্ধের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে তারা বলছেন, উচ্চহারে কর নির্ধারণ করা হলে কমবে তামাক সেবনের মাত্রা, সেইসাথে  বাড়বে সরকারের রাজস্ব আয়।
ইউনেস্কোর গবেষণা সেল জিএটিএস এর তথ্য মতে, দেশে প্রায় ৪ কোটি ১৩ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন। এরমধ্যে ২ কোটি ১৯ লাখ ধুমপানের মাধ্যমে এবং বাকী ২ কোটি ৫৯ লাখ ধোঁয়াবিহীন তামাক সেবন করেন।
তামাক সেবনের ফলে প্রতিবছর
     ১ লাখ মানুষ মারা যায়
     ১২ লাখ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হয়
     ৪ লাখ মানুষ পঙ্গুত্বের শিকার হয়
তামাক সেবনের ফলে হৃদরোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ফুসফুসের সংক্রমন সহ ভয়াবহ অনিরাময়যোগ্য রোগের আশঙ্কা বাড়ে।
আর বিড়ি উৎপাদন বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। তার মতে, বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও জরুরি।
বিশ্বব্যাপী তামাকজনিত মৃত্যু ও পঙ্গুত্ব কমাতে বিশ্ব স্বাস্থ্যসংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল- এফটিসি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি