ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন: ডিএমপি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১৫ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে আদালতের আদেশ অমান্য করে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোটা সংস্কার আদালতের বিষয় এবং আদালতের আদেশ মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যা কিছু করবে তা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে করবে।

তিনি আরও বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তবে তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।

পবিত্র আশুরা উপলক্ষে জঙ্গি হামলার কোন সম্ভবনা নেই। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে হেসেনী দালালসহ আশপাশের এলাকা তিনদিন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি