আইনস্টাইনের সুখতত্ত্ব নোট নিলামে বিক্রি
প্রকাশিত : ১৬:৩৯, ২৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৪৫, ২৫ অক্টোবর ২০১৭
অপেক্ষবাদের প্রবক্তা পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নিজের লেখা দুই লাইনের দুটি নোট। সম্প্রতি এই নোট দুটি জেরুজালেমে এক নিলামে বিক্রি হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ডলারে।
১৯২২ সালে টোকিওর একটি ঘটনা। পদার্থবিজ্ঞানের ওপর লেকচার দিতে টোকিও সফরে ছিলেন আইনস্টাইন। উঠেছিলেন ইমপেরিয়াল হোটেলে। সেই হোটেলে এক বেলবয়কে বখশিশের বদলে নিজের স্বাক্ষরসহ ওই নোট দুটো দেন।
সেই নোটেই ছিল আইনস্টাইনের ‘সুখী জীবনের তত্ত্ব’। প্রথম নোটে জার্মান ভাষায় তিনি লিখেছেন ‘নিরন্তর অশান্তির মধ্য দিয়ে সফল জীবনের সাধনার চেয়ে শান্ত ও ভদ্র জীবন বেশি আনন্দ বয়ে আনে।’
আর দ্বিতীয় নোটে তিনি লিখেছেন ‘ইচ্ছা থাকিলে উপায় হয়’ প্রবাদটি।
জেরুজালেমের ওই অকশন হাউজ জানায়, যে দামে তারা নিলামের ডাক শুরু করেছিলেন, নোট দুটো বিক্রি হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি দামে।
দুটি নোটের মধ্যে একটির ক্রেতা একজন ইউরোপীয় নাগরিক। তারা নিজেদের পরিচয় গোপনই রাখতে চান। নিলাম কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
টোকিওয়ার ইমপেরিয়াল হোটেলের সেই বেলবয়ের ভাতিজার কাছ থেকে নোট দুটো নেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
সূত্র:বিবিসি
এম/ডব্লিউএন
আরও পড়ুন