ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আইনি জটিলতায় শাকিবের আরও এক সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২৩ মে ২০১৮

ঈদে শাকিব-বুবলী অভিনিত ‘সুপার হিরো’ সিনেমাটি মুক্তি নিয়ে শুরু হয়েছে জটিলতা। অনুমোদন না নিয়ে বিদেশে শুটিং করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সিনেমাটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। কিন্তু বিদেশে শুটিং করার জন্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়নি। আর সেই বিষয়টি স্বীকারও করেছেন সিনেমার প্রযোজক তাপসী ফারুক। এ জন্য তিনি তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে একটি চিঠিও দিয়েছেন।

হার্টবিট প্রোডাকশন হাউজের পক্ষ থেকে তাপসী ফারুক গত সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) বরাবর চিঠিটি দেন। এর আগে ‘সুপার হিরো’ সিনেমার বিরুদ্ধে নিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান তথ্য মন্ত্রণালয়ে আভিযোগ করে। অভিযোগপত্রে সরকারি অনুমতি ছাড়া অস্ট্রেলিয়ায় শুটিং করার কারণে ‘সুপার হিরো’কে সেন্সর বোর্ডের ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, ‘সুপার হিরো নামক সিনেমাটি সরকারি অনুমতি ব্যতিত, সরকারের রাজস্ব ও ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশ থেকে টাকা নিয়ে অস্ট্রেলিয়ায় শুটিং করে এসেছে। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে। এতে করে আমরা সাধারণ প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুপার হিরো নামক সিনেমাটি নিয়ম না মানার কারণে সেন্সর সনদপত্র পাওয়ার যোগ্যতা হারিয়েছে।’

এদিকে, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) শাহিন আরা বেগম বলেন, ‘হার্টবিট প্রডাকশন থেকে আমরা চিঠি পেয়েছি। বিনা অনুমতিতে অস্ট্রেলিয়া শুটিং করায় তারা ক্ষমা প্রার্থনা করেছে। এখনো চিঠি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সচিব চাইলে সিনেমাটিকে অনুমতি দিতেও পারেন। কারণ এরই মধ্যে সিনেমার জন্য অনেক টাকা খরচ করা হয়েছে।’

হার্টবিট প্রোডাকশনের কর্ণধার তাপসী ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছি। কোনোদিন কোনো অনিয়ম করে সিনেমা নির্মাণ করিনি। তবে দেশের বাইরে এর আগে আমরা সিনেমা নির্মাণ করিনি। যে কারণে আগে থেকে অনুমতির বিষয়টি জানতাম না। আমি বিষয়টির জন্য অনুতপ্ত। আমি চিঠি দিয়ে কর্তৃপকক্ষকে সেটি জানিয়েছি। আশা করি সচিব মহোদয় আমার সিনেমার বিষয়টি বিবেচনা করবেন।’

উল্লেখ্য, থ্রিলারধর্মী সিনেমা ‘সুপার হিরো’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান ও টাইগার রবি সহ আরও অনেকে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি