আইপিএলে গেইলকে কিনেনি কেউ!
প্রকাশিত : ০০:২০, ২৮ জানুয়ারি ২০১৮
টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম মারকুটে খেলোয়ার হলেন ক্রিস গেইল। ব্যাট হাতে চার-ছক্কার ছড়াছড়ি। এজন্য তাকে ক্রিকেটের ঘুমন্ত বাঘও বলা হয়।
গত কয়েক মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেললেও এবারের আসরে তাকে ধরে রাখেনি দলটি।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুরের হয়ে ফাইনালসহ আরও এক ম্যাচে হাঁকিয়েছেন দুর্দান্ত শতক। কিন্তু এত ভালো খেলার পরও গেইলকে আইপিএলের ১১তম আসরের নিলামের প্রথম দিন কেউ তাকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি।
তবে গেইল একা নয় তাকে ছাড়াও লাসিথ মালিঙ্গা, হাসিম আমলা, মিচেল জনসনকেও এখন পর্যন্ত কেউ দলে টানেননি।
এম/টিকে