ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আইপিএলের চোট কেড়ে নিল আফগান সিরিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৯ মে ২০১৮

আইপিএলে নিজের শেষ ম্যাচে বাম পায়ের আঙ্গুলে চোট পান মুস্তাফিজ। আর সেই চোটই কাল হলো টাইগারদের। আফগান সিরিজে তাই দলে পাওয়া যাচ্ছে না কাটারবয় মোস্তাফিজকে।

প্রথমদিকে চোটের কারণে দুদিনের বিশ্রাম দেওয়া হয়েছিল মোস্তাফিজকে। কিন্তু একদিনের মাথাতেই জানা গেল বুড়ো আঙুলের সেই চোট মোস্তাফিজকে খেলতে দেবে না আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘গতকাল রাতে মোস্তাফিজের বুড়ো আঙুলে সিটি স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে চোটের জায়গাটা পুরোপুরি সেরে ওঠেনি। চোট নিয়ে খেললে সমস্যা আরও বাড়তে পারে। তাই তার বিশ্রাম প্রয়োজন।’

উল্লেখ্য, ২০ মে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে নিজের শেষ ম্যাচ চলাকালে নিজের বলে ঋষভ পান্ডের একটি শট পা দিয়ে ঠেকাতে গিয়েই বা পায়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন মোস্তাফিজ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি