ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আইপিএলের শীর্ষে হায়দ্রবাদ, তলানিতে দিল্লী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৩৬, ৩০ এপ্রিল ২০১৮

দল বদলে সাকিব গেছেন সানরাইজার্স হায়দ্রবাদে। অন্যদিকে হায়দ্রবাদ থেকে মুস্তাফিজ পাড়ি দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সাকিব আছেন দুর্দান্তে ফর্মে। অন্যদিকে মুস্তফিজের ফর্ম যাচ্ছে উত্থান-পতনের মধ্য দিয়ে। গব বছর হায়দ্রবাদ ভালো করার পেছনে অন্যতম অস্ত্র ছিল মুস্তাফিজ আর এবার আছে সাকিব। আর সাকিবদের পারফরমেন্সের উপর ভর করেই এবার আইপিএলে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রবাদ।

হায়দ্রবাদ ৮ ম্যাচ খেলে ৬টিতেই জয় পেয়েছেন। অন্যদিকে মোস্তাফিজের কোলকাতা ৭ ম্যাচের মাত্র ২টি জয় নিয়ে আছে ছয় নম্বরে। আর সমান সংখ্যক ম্যাচ জিতে দিল্লী আছে র‌্যাঙ্কিংয়ের একেবারে তলানিতে।  এদিকে চেন্নাই সুপার কিংস আছে র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে। ৭ ম্যাচ খেলে ৫টিতে জয় নিয়ে চেন্নাই শ্বাস ফেলছে হায়দ্রবাদের উপর। এদিকে ভিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরোর অবস্থানও ভালো নেই। ৭ ম্যাচের মাত্র দুই জয়ে বেঙ্গালুরো আছে ৭ নম্বরে।

 

পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান-

সানরাইজার্স হায়দ্রবাদ

৮ ম্যাচ

৬ জয়

২ হার

১২ পয়েন্ট

চেন্নাই সুপারকিংস

৭ ম্যাচ

৫ জয়

২ হার

১০ পয়েন্ট

কিংস ইলেভেন পাঞ্জাব

৭ ম্যাচ

৫ জয়

২ হার

১০ পয়েন্ট

কলকাতা নাইট রাইডার্স

৮ ম্যাচ

৪ জয়

৪ হার

৮ পয়েন্ট

রাজস্থান রয়েলস

৭ ম্যাচ

৩ জয়

৪ হার

৬ পয়েন্ট

মুম্বাই ইন্ডিয়ান্স

৭ ম্যাচ

২ জয়

৫ হার

৪ পয়েন্ট

রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরো

৭ ম্যাচ

২ জয়

৫ হার

৪ পয়েন্ট

দিল্লী ডেয়ারডেভিলস

৭ ম্যাচ

২ জয়

৫ হার

৪ পয়েন্ট

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি