ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আইফেল টাওয়ারে রশি দিয়ে হাঁটলেন যুবক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২১

৭০ মিটার উচ্চতায় আইফেল টাওয়ার থেকে শুধুমাত্র একটি রশির ওপর দিয়ে হাঁটলেন ফরাসি যুবক নাথান পলিন। 

নাথান আইফেল টাওয়ারের প্রথম তলা থেকে মাত্র একটি রশির ওপর ভর করে হেঁটে গেছেন ৬০০ মিটার পর্যন্ত। 

তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ! এবং এটি কল্পনার চেয়েও সুন্দর এবং সহজ ছিল।’
 
২৭ বছর বয়সী নাথানের এই কসরত স্থানীয় একটি থিয়েটার আয়োজিত লাইভ পারফরম্যান্স ছিল এবং এর জন্য চার বছর অনুশীলন করতে হয়েছে।

দু:সাহসী এই অভিযানের মাঝ পথে হাঁটতে হাঁটতে কখনও রশির ওপর শুয়ে পড়তে দেখা যায় নাথানকে। কখনও আবার রশির ওপর ভর দিয়ে নানা শারীরিক কসরত করতে দেখা যায়। 

এ জন্য নিরাপত্তা বেল্ট ছাড়া আর কোনও সহায়তা নেন নি নাথান। এই হাঁটা অভিযান শেষ করতে তার সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।  

এসময় হাজারও দর্শক হাততালি দিয়ে উৎসাহিত করেন নাথান কে।  
সূত্র : ইয়াহু স্পোর্ট 
এসবি/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি