আইফোন পেলেন সালমারা
প্রকাশিত : ২৩:২১, ১১ জুন ২০১৮
বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়া কাপ জয় লাভ করে অসাধ্য সাধন করেছে। গ্রুপ পর্বে শক্তিশালী পাকিস্তান ও ভারতকে হারানোর পর রুদ্ধশ্বাস ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে নিল তারা। এটাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কোন ফাইনালে প্রথম জয়।
স্বভাবতই সালমাদের কীর্তিতে উল্লাসে ভাসছে পুরো বাংলাদেশ। তাই দেশে ফিরেই বাংলাদেশের মেয়েদের জন্য এক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে বাংলাদেশ নারী দলের প্রত্যেক সদস্যকে আইফোন উপহার দেয় বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠান মোবাইল কোম্পানি রবি।
এর আগে বিসিবির পক্ষ থেকে নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা আর্থিক পুরস্কার এবং প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। তাছাড়া মেয়েদের মাসিক বেতন ৩০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এসি