ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আইরিশদের গুড়িয়ে দিয়ে আফগানদের সিরিজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১ সেপ্টেম্বর ২০১৮

টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে সিরিজও জিতেছে আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ২-১-এ সিরিজ জিতে নিয়েছে রশিদ খানরা। শেষ ম্যাচে ৮ উইকেটের বিশাল জয়ে এ সিরিজ জিতে গত সিরিজের প্রতিশোধই নিলেন আফগানরা।

শুক্রবার বেলফাস্টে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ফিল্ডিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে তরুণ আফগান লেগ স্পিনার রশিদ খানের বোলিং তোপে শুরু থেকেই খেই হারিয়ে ফেলেন আইরিশ ব্যাটসম্যানরা। রশিদ খান ৮ ওভার বল করে মাত্র ১৮ রানে ৩ উইকেট তুলে নেন। এছাড়া ৭ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন আফতাব আলম। মোহাম্মদ নবী ও গুলবুদ্দীন নায়িবও ২টি করে উইকেট করে তুলে নেন।

আর এতেই ৩৬.১ ওভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় আয়রিশদের ইনিংস। ১২৫ রানের স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে মাত্র ৩ রান যোগ করতেই ওপেনার মোহাম্মদ শেহজাদের উইকেট হারায় আফগানিস্তান। তবে লক্ষ্য তাড়া করতে এরপর শুধু রহমত আলির (৩৩) উইকেটটি ছাড়া আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। ইহসানউল্লাহ (৫৭) আর হাসমতউল্লাহ (৩৪) দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি