ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আইসিইউতে বীরাঙ্গনা রমা চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২৭ আগস্ট ২০১৮

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের যোদ্ধা এবং বীরাঙ্গনা রমা চৌধুরী এখন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ’তে। বার্ধক্যজনিত অসুস্থতায় জীবনের ক্রান্তিলগ্নের খুব কাছাকাছি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম যুদ্ধের সাবেক এই মহানায়িকা।

শরীরে রক্তশূণ্যতা এবং নিয়ন্ত্রণহীন রক্তচাপে সাদাটে রঙ নিয়েছে শরীর। আর এতে এই লেখিকা মৃত্যুঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন হাসপাতালে রমা চৌধুরীর পরিচর্যায় থাকা আলাউদ্দীন আহমেদ খোকন। তবে কর্তব্য চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আরও কিছু স্বাস্থ্য পরীক্ষার পর রমা চৌধুরীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

২০১৭ সালের ২৪ ডিসেম্বর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নিজ বাড়িতে এক দূর্ঘটনায় মেঝেতে পরে গিয়ে আহত হন রমা চৌধুরী। তখন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। গত ২৫ মার্চ রক্ত বমি করলে চমেকের মুক্তিযোদ্ধা কেবিনে ভর্তি করা হয় রমা চৌধুরীকে।

১৯৪১ সালে উপজেলার পপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। ১৯৭১ সালের ১৩ মে নিজ বাসা থেকেই পাক সেনাদের হাতে বন্দী হন রমা। যুদ্ধশেষে হাইস্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। পাশাপাশি লেখালেখিতেও মনোনিবেশ করেন তিনি। কবিতা, উপন্যাসসহ প্রায় ১৯টি বই লেখেন এই মুক্তিযোদ্ধা।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি