ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আইসিইউতে ভর্তি ব্রাজিলীয় সুপারস্টার রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:২৮, ১৩ আগস্ট ২০১৮

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইনটেনসিভ কেয়ার উইনিটে ভর্তি হয়েছেন সাবেক ব্রাজিলীয় সুপারস্টার রোনালদো। তিনি স্পেনের দ্বীপ লিবজার একটি হসপিটালের আইসিউতে আছেন।
তবে আইসিইউতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোনালদোর অবস্থা উন্নতির দিকে। সাবেক ব্রাজিলীয় বিশ্বকাপজয়ী তারকার অবস্থা সম্পর্কে এর বেশি জানাতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্রাজিলের জার্সি গায়ে রোনালদো ৯৮ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬২টি। ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো ওই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
ক্লাবজগতেও ছিল তার সফল পদচারণা। খেলেছেন বিশ্বের সেরা ক্লাবগুলোতে। স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলের জার্সি তিনি গায়ে জড়িয়েছেন। এ ছাড়া ইন্টার মিলান ও এসি মিলানও রয়েছে এ তালিকায়। সর্বশেষ কারেন্থিয়াসের হয়ে তিনি ক্যারিয়ারের ইতি টানেন।

এদিকে স্থানীয় সময় রবিবার রাতে এক টুইট বার্তায় রোনালদো জানিয়েছেন, ‘বন্ধুরা, আমি বাজে ধরণের ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। এই মুহূর্তে আমি বিপদমুক্ত। আশা করি আগামীকাল (আজ) হাসপাতাল থেকে ছাড়া পাব। এত ভালোবাসা আর শুভকামনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি