আইসিএবির নতুন পর্ষদ গঠন
প্রকাশিত : ২৩:৫৫, ২৫ নভেম্বর ২০১৮
আইসিএবি’র ২০ জন কাউন্সিল সদস্য ২০১৯-২০২১ সাল মেয়াদে নির্বাচিত হয়েছে। গত শনিবার এই কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়। তারা প্রতিষ্ঠানটির পরিচালনা ও নীতি নির্ধারনীর কাজ করবে। ১৮ জন কাউন্সিল মেম্বার ঢাকা থেকে এবং ২ জন কাউন্সিল মেম্বার চট্টগ্রাম থেকে নির্বাচিত করা হয় ।
ঢাকা থেকে নির্বাচিত আইসিএবি’র এই নতুন পর্ষদ সদস্যরা হলেন- মো. হুমায়ুন কবির এফসিএ, আদিব হোসেন খান এফসিএ, কামরুল আবেদিন এফসিএ, সাব্বির আহমেদ এফসিএ, আখতার সোহেল কাসেম এফসিএ, মোহাম্মদ ফোরকান উদ্দীণ এফসিএ, মুহাম্মদ ফারুক এফসিএ, মো. শাহাদাৎ হোসেন এফসিএ, এ এফ নেছারউদ্দিন এফসিএ, নাসির উদ্দিন আহমেদ এফসিএ, মারিয়া হাওলাদার এফসিএ, মো. আব্দুল কাদের জোয়াদ্দার এসিএ, মাহমুদউল হাসান খসরু এফসিএ, গোপাল চন্দ্র ঘোষ এফসিএ, এনকেএ মবিন এফসিএ, মো. মনিরুজ্জামান এফসিএ, ড. মো. আবু সাইদ খান এফসিএ এবং মু. মাহমুদ হোসেন এফসিএ। চট্টগ্রাম থেকে নির্বাচিত আইসিএবি’র এই নতুন পর্ষদ সদস্যরা হলেন সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ এবং মোহাম্মদ সেলিম উদ্দীন এফসিএ।
এছাড়া আইসিএবি’র ঢাকা আঞ্চলিক কমিটির ৯ জন সদস্য নির্বাচিত এবং চট্টগ্রামে আঞ্চলিক কমিটির ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
আইসিএবি’র মোতাবেক এ কে গোলাম কিবরিয়া এফসিএ কে প্রধান করে নির্বাচনটি পরিচালনা করার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশনই নির্বাচনটি পরিচালনা করেছে।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন