আইসিএমএবি ও ইউআইইউ এর মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত
প্রকাশিত : ২২:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি ইউআইইউ ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান ও আইসিএমএবি’র সভাপতি মোহাম্মদ সেলিম এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরীতে কাজ করবে। এইচএসি উত্তীর্ণ আইসিএমএবি’র নলেজ লেভেলের ছাত্র-ছাত্রীগন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগে কম খরচে ও কম সময়ে বিবিএ পড়ার সুযোগ পাবে। আইসিএমএবি’র সদস্যগণ ও চুক্তিপত্র অনুযায়ী দ্রুততম সময়ে এমবিএ ডিগ্রী অর্জন করতে পারবে।
কেআই/
আরও পড়ুন