ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আইসিএমএবি’র সাফা আন্তর্জাতিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ৬ ফেব্রুয়ারি ২০২১

দি ইন্স্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)’র আয়োজনে ২ দিন ব্যাপী সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)’র আন্তর্জাতিক কনফারেন্স- ৫ ফেব্রুয়ারী ২০২১ প্যান প্যাসিফিক সোনারগাওঁ হোটেল ও আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হয়। ‘ডিজিটালাইজেশন অব অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং প্র্যাকটিসেস: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট’ শীর্ষক এই কনফারেন্সে দুই দিনে ৫টি টেকনিকেল সেশনে মূল প্রবন্ধসহ ৬টি পেপার উপস্থাপন করা হয়। 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান৫ ফেব্রুয়ারী, ২০২১ শুক্রবার সকাল ১০ ঘটিকায় সাফা আর্ন্তজাতিক কনফারেন্স- ২০২১ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের কনট্রোলার অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বিশেষ অতিথি এবং এফআরসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো.হামিদ উল্লাহ ভুঞা কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ।

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন, আইসিএমএবি প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ, আর্ন্তজাতিক কনফারেন্স- ২০২১ এর চেয়ারম্যান মো. আবদুল আজিজ, সাফা এবং ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির চেয়ারম্যান মো. মামুনুর রশীদ এফসিএমএ বক্তব্য রাখেন। 

কনফারেন্সে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইফাক), কনফেডারেশন অব এশিয়ান ফেডারেশন এন্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টস (কাপা),  সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা), ইউরোপিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস এন্ড অডিটরস ফর স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস, এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আফা), প্যান আফ্রিকান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (পাফা) এর প্রেসিডেন্ট ও নির্বাহী নেতৃবৃন্দ ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি