ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আইসিটির দুই সেট প্রশ্নই ফাঁসের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১১ ফেব্রুয়ারি ২০১৮

এসএসসি ও সমমানের প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের সব ধরনের প্রস্তুতি সত্ত্বেও প্রশ্নফাঁস থামানোই যাচ্ছে না বলে জানা গেছে। আজ রোববার অনুষ্ঠিত আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত সাতটি বিষয়ের প্রশ্নই ফাঁসের অভিযোগ পাওয়া গেলো।

আইসিটি বিষয়ের প্রশ্ন রোববার সকাল থেকেই হোয়াটসআপে ফাঁস করা হয় এমন অভিযোগ পাওয়া যায়। রোববার সকাল ৮টা ৫১ মিনিটে হোয়াটসআপের একটি গ্রুপে আইসিটির ‘ক সেট’ প্রশ্ন পাওয়া যায়। আর সকাল ৯টা ৩ মিনিটে ‘গ সেট’র প্রশ্নও ফাঁস হয়। এরপর তা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরীক্ষা শেষে এই দুই সেট প্রশ্নের সঙ্গে মিলিয়ে ফাঁস হওয়া সেটের হুবহু মিল পাওয়া যায় বলে জানা গেছে। এ বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা
সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি