ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আইসিডিডিআর,বির এক হাজারের বেশি কর্মী ছাঁটাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ৩১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:১৭, ৩১ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিতের জেরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।

গত বুধবার (২৯ জানুয়ারি) থেকে পর্যায়ক্রমে এসব কর্মীকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন দায়িত্বশীল কর্মকর্তা।

তিনি জানান, এসব কর্মকর্তা-কর্মচারী ইউএসএআইডিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) এ বিষয়ে আইসিডিডিআর,বির কমিউনিকেশন্স বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী, তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সেবাগ্রহীতা, বিভিন্ন অংশীদার ও সহকর্মীদের অসুবিধার জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি। আমরা আশাবাদী পুনরায় আমাদের কার্যক্রম শুরু করতে পারব।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই বিদেশে সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেন। তাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ (ইউএসএআইডি) বিভিন্ন বৈশ্বিক কর্মসূচির কোটি কোটি ডলারের তহবিল হুমকির মুখে পড়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি