ঢাকা, মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আইসিবিসি এক্সপো ২০২৫-এ কোয়াবের পার্টনার হেডকোয়ার্টার বিডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ১৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আইসিবিসি এক্সপো-২০২৫ এ ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) অফিসিয়াল থ্রি সিক্সটি এজেন্সি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে হেডকোয়ার্টার বিডি লিমিটেড। আগামী ২২-২৪ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৭ মার্চ) বিকেল ৪টায় গুলশানে হেডকোয়ার্টার লিমিটেডের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে কোয়াবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি এবিএম সাইফুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিজাম উদ্দীন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান নাসিম, কামরুল আলম শামীম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মামুন।

অন্যদিকে, হেডকোয়ার্টার বিডি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুরঞ্জিত সিনহা রানা, ব্যবস্থাপনা পরিচালক তামিম হাসান ও পরিচালক পল্লব গোস্বামী।

কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসেন বলেন, ক্যাবল টিভি শিল্পকে ডিজিটাইজেশন করার লক্ষ্যে এবং ক্যাবল ও ব্রডব্যান্ড খাতের অগ্রযাত্রায় কোয়াব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইসিবিসি এক্সপো-২০২৫ আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল সুযোগ, যেখানে আমরা সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন উপস্থাপন করতে পারবো। হেডকোয়ার্টার বিডি লিমিটেডের অভিজ্ঞতা আমাদের এই মিশনকে আরও সফল করবে বলে আমি বিশ্বাস করি।

বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামিম হাসান বলেন, কোয়াব দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংগঠন এবং আইসিবিসি এক্সপো একটি বিশাল আয়োজন। এই ইভেন্টের অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে ইভেন্টটি সফলভাবে পরিচালনার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, আইসিবিসি এক্সপো-২০২৫-এর ইভেন্ট, জনসংযোগ, ডিজিটাল থেকে শুরু করে থ্রি সিক্সটি মার্কেটিং প্ল্যানার হিসেবে কাজ করছে হেডকোয়ার্টার বিডি লিমিটেড।

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি