ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইসিসি ছাড়ার ঘোষণা হাঙ্গেরির, প্রশংসা ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বৃহস্পতিবার দেশটির সরকার এই সিদ্ধান্তের কথা জানায়, যা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রাক্কালে এসেছে। খবর আল-জাজিরার।

সম্প্রতি গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে আইসিসির সদস্য দেশ হওয়া সত্ত্বেও হাঙ্গেরি নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে আন্তর্জাতিক অপরাধ আদালত হাঙ্গেরির এই অবস্থানের কঠোর সমালোচনা করেছে।

আইসিসির মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ স্পষ্ট করে বলেন, "আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর জন্য আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক। কোনো দেশ একতরফাভাবে আদালতের সিদ্ধান্ত অস্বীকার করতে পারে না।"

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অফ স্টাফ গের্গেলি গুলিয়াস বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে জানান, "হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করছে। এটি সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনি কাঠামোর ভিত্তিতে করা হবে।"

সাধারণত, জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে প্রত্যাহারের ঘোষণাপত্র জমা দেওয়ার এক বছর পর প্রক্রিয়াটি কার্যকর হয়। এখন পর্যন্ত শুধুমাত্র বুরুন্ডি ও ফিলিপাইন আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত হাঙ্গেরির দীর্ঘদিনের ইইউ-বিরোধী অবস্থানেরই প্রতিফলন। ভিক্টর ওরবান বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নাগরিক সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলোর ওপর দমননীতির জন্য দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছেন।

এছাড়া, তিনি গত বছর আইসিসির গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করে নেতানিয়াহুকে হাঙ্গেরিতে আমন্ত্রণ জানান, যা তার কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত বহন করে।

এদিকে,আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করায় হাঙ্গেরির প্রশংসা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গিডিয়ন সার এ সিদ্ধান্তকে "গুরুত্বপূর্ণ" বলে উল্লেখ করেন এবং হাঙ্গেরিকে ধন্যবাদ জানান।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, তথাকথিত আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে হস্তক্ষেপ করছে এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে পদদলিত করছে। তিনি আরও বলেন, আইসিসির এই সিদ্ধান্তের ফলে আদালত তার নৈতিক কর্তৃত্ব হারিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছান। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে তিনি এ সফর করেন।

উল্লেখ্য, গাজা যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৩ সালের নভেম্বরে নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

আইসিসির সদস্যভুক্ত দেশ হওয়ায় হাঙ্গেরির জন্য এ পরোয়ানা কার্যকর করা বাধ্যতামূলক ছিল। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শুরু থেকেই এই পরোয়ানার বিরুদ্ধে অবস্থান নেন এবং নেতানিয়াহুকে বুদাপেস্টে আমন্ত্রণ জানান।

হাঙ্গেরির এ অবস্থানের কারণে ইসরায়েল তাদের "স্পষ্ট ও দৃঢ় নৈতিক অবস্থান" নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি