ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আইসিসির এক নম্বর টেস্ট ব্যাটসম্যান ফেডেরার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১০ জুলাই ২০১৮

অজি অধিনায়ক স্টিভ স্মিথকে সরিয়ে আইসিসির এক নম্বর টেস্ট ব্যাটসম্যানে রজার ফেডেরার৷ তিনি পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসনদের মতো তারকাদের৷

আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে চোখ বোলালে টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাংকিং তালিকার এক নম্বরে স্টিভ স্মিথের নামই দেখতে পাবেন৷ তবে আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আপনি অন্য ছবি দেখতে পাবেন৷ সেখানে ফেডেরারের জন্য আলাদা ব়্যাংকিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল৷

আসলে উইম্বলডনের একটা অফিসিয়াল টুইটের প্রত্যুত্তরে আইসিসির মজাদার এই টুইট, যেখানে ফেডেরারকে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হিসেবে দেখানো হয়েছে৷ যদিও সেই তালিকায় আর কোনও ব্যাটসম্যানের নাম নেই৷ একা ফেডেরারই রয়েছেন এক নম্বরে৷

ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোর বিরুদ্ধে উইম্বলডনের প্রি-কোয়ার্টার ফাইনাল চলাকালীন অদ্ভূত একটা শট খেলেন ফেডেরারা৷ প্রথম সেটে ফেডেরার তখন ২-০ গোমে এগিয়ে ছিলেন৷ আদ্রিয়ানের একটি ফল্ট সার্ভিসে ফেডেরার বাঁ-হাতি ব্যাটসম্যানদের ঢংয়ে ফরোয়ার্ড ডিফেন্স করেন৷

তথ্যসূত্র: কলকাতা ২৪ ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি