ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আইসিসির হল অব ফেমে দ্রাবিড়-পন্টিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:৩৫, ২ জুলাই ২০১৮

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘হল অব ফেম’ পুরস্কারে ভূষিত হলেন ভারতের সাবেক উইকেট কিপার-ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। তারা ছাড়াও, ইংল্যান্ডের সাবেক নারী উইকেট কিপার-ব্যাটসম্যান ক্লেরি টেলর এ পুরস্কারে ভূষিত হয়েছেন৷

গতকাল রোববার ডাবলিনে বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনজন সাবেক ক্রিকেটারকে `হল অফ ফেম`-এ অন্তর্ভূক্ত করে আইসিসি৷ যদিও এদিন ব্যস্ততার কারণে আনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি রাহুল দ্রাবিড়।

অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে রিকি পন্টিংয়ের আগে ২৩ জন ক্রিকেটার এই খেতাবে ভূষিত হন। ভারতের হয়ে রাহুল দ্রাবিড় পঞ্চম ক্রিকেটার হিসেবে এ পুরস্কারে ভূষিত হলেন। এর আগে আগে বিষেন সিং বেদি, কপিল দেব, সুনীল গাভাস্কার ও অনিল কুম্বলেকে `হল অব ফেম`-এ সম্মানিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

দ্রাবিড় ১৬৪টি টেস্টে ১৩ হাজার ২৮৮ রান আর একদিনের ক্রিকেটে ৩৪৪টি ম্যাচে করেছেন ১০ হাজার ৮৮৯ রান। এর আগে ২০০৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে রিকি পন্টিং খেলেছেন ১৬৮ টেস্ট ম্যাচ। ৫১.৮৫ গড়ে রান করেছেন ১৩ হাজার ৩৭৮। ওয়ানডেতে ৩৭৫ ম্যাচে ৪২.০৩ গড়ে রান করেছেন ১৩ হাজার ৭০৪ রান।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি