আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে কর্মী আটক
প্রকাশিত : ১৪:১২, ৩ ফেব্রুয়ারি ২০২৫
ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে প্রিন্স চৌধুরী (৪৩) নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জয় বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রিন্স চৌধুরী সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।
‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা আওয়ামী লীগের পোষ্টার বিতরণকালে স্থানীয়রা তাকে আটকের পর মারধর করে পুলিশে দেয়। তাকে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শেখ হাসিনার ছবি সম্বলিত ওই পোস্টার বিতরণকালে আওয়ামী লীগের কর্মী প্রিন্স চৌধুরীকে আটক করে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মোতালেব জানান, আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এএইচ
আরও পড়ুন