আওয়ামী লীগ ইসরায়েলের পরোক্ষ সমর্থক: সালাউদ্দিন আহমেদ
প্রকাশিত : ১৭:১২, ১০ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগ ইসরায়েলের পরোক্ষ সমর্থক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত বিএনপির র্যালিপূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। তারা ওই দেশ থেকে আড়িপাতার যন্ত্র কিনেছে। এ থেকেই প্রমাণ হয়, তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে।”
তিনি আরও বলেন, “মুসলিম বিশ্ব আজ নীরব। আর এই নীরবতার সুযোগেই ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পৃথিবীর কিছু পরাশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই নৃশংসতা চলছে। জাতিসংঘের কোনো সিদ্ধান্তই তারা মানছে না। তাই এখনই বিশ্বব্যাপী গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর জোরালো ভূমিকা জরুরি।”
সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শান্তিনগর, মৌচাক, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিএনপির নেতাকর্মীদের হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালো ফিতা, এবং নানা প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। তারা গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এসএস//
আরও পড়ুন