আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান
প্রকাশিত : ১৭:৫১, ২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চের ব্যানারে একদল তরুণ ও হাসনাত আবদুল্লার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
শনিবার (২২ মার্চ) বিকেলে এই অবস্থান কর্মসূচি শুরু করা হয়। এতে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বিঘ্ন হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে সড়কে মাঝে অবস্থান নিয়েছেন। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সড়কে কিছুটা যানজটও সৃষ্টি হয়েছে।
অন্যদিকে জাতীয় জাদুঘরে এনসিপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমাবেশ করছেন। সেখানে হাসনাত আবদুল্লাহকে বক্তব্য দিতে দেখা যায়।
বিক্ষোভকারীদের দাবি, কোনো চক্রান্ত করে অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। ছাত্র-জনতার মধ্যে ছোটখাটো নানা বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবার মত একই। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ বা যে নামে কিংবা মোড়কেই হোক, এ দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। প্রয়োজনে ছাত্র–জনতা আবার রাস্তায় নামবে, রক্ত দেবে; তবু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না।
শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, বেলা দেড়টার দিকে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করেন। তারা অবস্থান কর্মসূচির পাশ দিয়ে যানবাহন সচল রাখার চেষ্টা করছেন।
এসএস//
আরও পড়ুন