ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ সরকারই দেশ চালাচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৯:৫৬, ২৮ মে ২০১৭

পুলিশ নয়, আওয়ামী লীগ সরকারই দেশ চালাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্নে করতে মন্ত্রণালয়ের প্রস্তুতি কার্যক্রম দেখতে দুপুরে সাভারে ঢাকা- আরিচা মহাসড়কের হেমায়েতপুরে যান মন্ত্রী। সেখানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ’কথা বলেন তিনি। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও যিনি কালো টাকা সাদা করেন, দুর্নীতি মামলায় হাজিরা দিতে বার বার সময় চেয়ে কালক্ষেপণের কৌশল নেন; তার মুখে সুশাসন ও নীতির কথা মানায় না।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি