ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় লাখো মানুষের ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১৯ ডিসেম্বর ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। এই শোভাযাত্রা উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শোভাযাত্রাটি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবে।
 
মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রাটি শুরু হয়। 

শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই নেতাকর্মী জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবনকেও ছাড়িয়ে যায় নেতাকর্মীর উপস্থিতি। ঢাকার বিভিন্ন আসনের নৌকার প্রার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রা অংশ নিয়েছেন।

বিজয় শোভাযাত্রা সফল করতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন রয়েছে। শোভাযাত্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মীরা অংশ নেন।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি