ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন মোহসিনা জান্নাত রিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২১ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী শিবপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের সভাপতি নারী নেত্রী মোহসিনা জান্নাত রিমি।

গত রোববার (১৯ নভেম্বর) রাজধানীর ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এসময় শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মোহসিনা জান্নাত রিমি ২০০৮ সালে ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের সদস্য হন। তিনি যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সরব অবস্থান রয়েছে।বর্তমানে দলীয় নির্দেশনা মোতাবেক দলের জন্য কাজ করে যাচ্ছেন এই নারী নেত্রী। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি