ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আকর্ষণীয় গোলাপী ঠোঁট পেতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ১ মে ২০১৭ | আপডেট: ১৩:৩৩, ২ মে ২০১৭

Ekushey Television Ltd.

অঙ্গগুলো মানুষের চেহারাকে আকর্ষণীয় করে উপস্থাপন করে তার মধ্যে অন্যতম একটির্ অঙ্গ হলো ঠোঁট। ঠোঁট সৌন্দর্যের প্রতীক। কারো ঠোঁট যদি একটু গোলাপী বর্ণের হয় তাহলে তার সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু অনেকের ঠোঁটেই কালচে ভাব লক্ষ্য করা যায়। অনেকের ঠোঁট জন্মগত ভাবেই একটু কালচে হয়ে থাকে। এছাড়াও অযত্ন, অবহেলা ও কিছু বদঅভ্যাসের কারণেও ঠোঁটের স্বাভাবিক গোলাপী ভাব নষ্ট হয়ে তা কালচে হয়ে যায়। তবে কিছু নিয়ম মেনে চললে এবং নিয়মিত ঠোঁটের যত্ন নিলে এই কালচে ভাব অনেকাংশেই দূর করা সম্ভব। সৌন্দর্যের অনেকগুলো দিক আছে যার কোনো একটি অপূর্ণ থাকলে আপনার রূপের বিকাশ ব্যহত হয়। এমন একটি দিক হলো আপনার ঠোঁট। সেই ঠোঁটের জন্য একটু বেশি যন্ত-আত্তি চাই। যেন আপনার সৌন্দর্যের অভিব্যক্তি হয়ে উঠে আরও মোহনীয় ও আকর্ষণীয়। তাই চলুন জেনে নিই ঠোঁটের কালচে ভাব দূর করার কিছু সহজ পদ্ধতি-

এক. ফ্রিজে রাখা কিছুটা ঠাণ্ডা মুলতানি মাটির সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটিতে তুলা ভিজিয়ে ঠোঁটের ওপর হালকা ভাবে ঘষে দশ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে আপনার ঠোঁটের কালো ভাব কেটে যাবে।

দই.  যাদের ঠোঁট জন্মগতভাবেই শুষ্ক তারা ঠোঁটে সবসময় চ্যাপস্টিক বা লিপবাম ব্যবহার করুন।

তিন.  সামান্য দুধের সর বেঁটে অথবা কাঁচা দুধের উপর জমে থাকা ননী মাঝে মাঝে ঠোঁটে লাগাবেন, এতে ঠোঁট নরম থাকবে।

চার.  প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ক্লিনজিং মিল্ক বা কোল্ড ক্রিম লাগিয়ে কিছু সময় পর ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন। তারপর হালকা নারিশিং ক্রিম লাগিয়ে ঘুমাতে যান।

পাঁচ.  ঠোঁট কখনও খুব বেশি সময়ের জন্য  শুষ্ক রাখবেন না। ঠোঁটকে সতেজ রাখতে সবসময় গ্লিসারিন ব্যবহার করুন। এতে করে আপনার ঠোঁটের কোমলতা ফিরে আসবে।

সাত. সাবান থেকে ঠোঁটকে দূরে রাখুন।তবে ফেসওয়াস কিংবা ক্ষারবিহীন সাবান লাগানো যেতে পারে।

আট. সব সময় মুখের ভেতর পরিস্কার রাখুন। প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করুন।

নয়.  প্রতিদিন দুধ এর সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান্। দেখবেন আস্তে আস্তে ঠোঁটের কালোভাব দূর হয়ে যাবে। এটা সপ্তাহে দুই বার করে ব্যবহার করলে আস্তে আস্তে কালচে ভাব দূর হয়ে যাবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি