ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আকর্ষণীয় হয়ে উঠছে পাহাড় বিলাস ও হাওর বিলাস (ভিডিও)

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ১৭ নভেম্বর ২০২১

ভ্রমণপিয়াসুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে পাহাড় বিলাস ও হাওর বিলাস পর্যটন কেন্দ্র। পাহাড় আর হাওরের পাশাপাশি মনোমুগ্ধকর প্রকৃতির সান্নিধ্য পেতে সারাদেশ থেকে প্রতিদিন শত শত পর্যটক আসছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে।

সীমান্ত ঘেঁষা মেঘালয় পাহাড়ের পাদদেশ বিশ্বম্ভরপুরের চেংবিল। এলাকাটির দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ‘পাহাড় বিলাস’। আর ‘হাওর বিলাস’ নামে আরেকটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে খড়চার হাওরের পাড়ে। 

হাওরের পরিবেশ উপভোগের জন্য পানির ওপরে ভাসমান দুটি গোলঘর নির্মাণ করে তার নাম দেয়া হয় ‘হাওর বিলাস’।

হাওর, পাহাড় ও মনোমুগ্ধকর প্রকৃতির ছোঁয়া পেতে প্রতিদিন শতশত প্রকৃতিপ্রেমী আসছেন এসব পর্যটন কেন্দ্রে। 

পর্যটকরা জানান, অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছি, কাশফুলের বাগান ও বোয়াল চত্তর দেখে ভালো লেগেছে। হাওর বিলাস খুব ভালো লেগেছে, এখানে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এই সমস্ত সৌন্দর্য্যগুলো সুনামগঞ্জ তথা  গোটা বাংলাদেশের পর্যটনপিয়াসী জনগণকে আসার জন্য উদ্বুদ্ধ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, পর্যটন স্পটগুলো আরো সম্প্রসারণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি-উর রহিম জাদিদ বলেন, “চেষ্টা করছি একটা প্রজেক্ট দাঁড় করানোর। দাঁড় করালে পর্যটন মন্ত্রণালয়ে প্রেরণ করবো। যদি প্রস্তাব গৃহীত হয় তাহলে কাজটা এগিয়ে নিতে পারবো।”

সুনামগঞ্জ সদর থেকে বিশ্বম্ভরপুরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। সড়ক পথে ছোট যানবাহনের পাশাপাশি নৌপথেও যাতায়াতের ব্যবস্থা আছে।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি