ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

আকসা মসজিদ প্রাঙ্গন বন্ধ করল ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ১৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৯:৪৬, ১৮ আগস্ট ২০১৮

ইসরায়েলি বাহিনী মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ছুরি হামলার অভিযোগ এনে মসজিদ প্রাঙ্গণ বন্ধ করে দেয় তারা। ইসরায়েললেরপুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের সংবাদমাধ্যমের তথ্য মতে, গত রাতে নামাজ পড়তে যাওয়া ফিলিস্তিনি লোকদেরকে ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনী আকসা মসজিদ প্রাঙ্গন থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা আকসা মসজিদের বন্ধ করে দেয়।   

ফলে একশ জনেরও বেশি ফিলিস্তিনি আকসা মসজিদের গেটের বাইরে নামাজ পড়তে হয়। আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার ঘটনায় ফিলিস্তিনিরা শতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলিরা যেভাবে মুসলমানদের অনুভূতি নিয়ে খেলছে তা সহ্য করা হবে না। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

আকসা মসজিদ মুসলমানদের জন্য অন্যতম একটি পবিত্র স্থান। বিশ্বাস করা হয় যে, এখান থেকেই মোহাম্মদ  (সা.) মেরাজে গমন করেছিলেন।

সূত্র: আল-জাজিরা

 

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি