ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আকাশ থেকে নেমে এলো রক্তবৃষ্টি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২২ জুলাই ২০১৮ | আপডেট: ১১:০৮, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আকাশ থেকে রক্তবৃষ্টি ঝড়লো। এ যেন কোনও ভৌতিক সিনেমার দৃশ্য। কিন্তু কোনও বানানো ঘটনা নয়। সত্যিই আকাশ থেকে নেমে আসা রক্তবর্ণের বৃষ্টিধারায় ভিজে গেল সাইবেরিয়ার একটি অঞ্চলের পথঘাট।
তাহলে আকাশে ওটা কী! মারণ-মেঘ? নাকি ইউএফও? মেঘ রহস্যে মুহুর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘লাইভ সায়েন্স’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনা বেশ কয়েকদিন আগের। গত ৩ জুলাই সেখানে এমনই রক্তবৃষ্টি হয়েছে।
আসলে সত্যিটা কিন্তু একেবারে আলাদা। যেখানে ওই বৃষ্টি হয়েছে, সেখানে সেই জায়গায় একটি কারখানা ছিল। সেখানে একটি বড় পাত্রে ছিল মরিচা পড়া আবর্জনা। পাত্রটির মুখ খোলা ছিল। হঠাৎ জোরে বাতাস আসে। আর ঠিক তখন সেই পাত্র থেকে বেরিয়ে আসে মরিচা পড়া আবর্জনা। বাতাসে উড়তে শুরু করে সেগুলো। সেই সময় আকাশ থেকে নেমে আসা বৃষ্টিতে ওই লাল রং মিশে সৃষ্টি হয় রক্তবৃষ্টি!

দেখে নিন সেই বৃষ্টির ভিডিও :

সূত্র : এবেলো
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি