ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আক্কেলপুরে বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ২৬ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে গোপন ভোটে  সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তবে পরাজিতরা কালো টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে আক্কেলপুর সরকারী এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় ও আক্কেলপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। 
পরে ভোট গণনা শেষে  বিকেল তিনটায় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদের ফলাফল ঘোষণা করা হয়। 

এসময় উপজেলা বিএনপির সভাপতি পদে পরাজিত প্রার্থী আলমগীর চৌধুরীর বাদশার সমর্থকদের তোপের মুখে জেলা বিএনপির নেতা-কর্মীরা ফলাফল ঘোষণা করে দ্রুত মঞ্চ ত্যাগ করেন। 

এরপর বিকেল চারটায় আক্কেলপুর সরকারী এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি পদে পরাজিত আলমগীর চৌধুরী বাদশা ও সাধারণ সম্পাদক পদে পরাজিত আমিনুর রশিদ ইকু সংবাদ সম্মেলন করে ত্রি-বার্ষিক কাউন্সিলের ফলাফল প্রত্যাখান করেন। 

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, কাউন্সিলের ভোটে কালো টাকার খেলা হয়েছে। টাকার বিনিময়ে কাউন্সিলের ফলাফল পাল্টানো হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে ছিলেন না। এটা প্রহসনের কাউন্সিল।

পরাজিত সভাপতি প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা ও পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী  আমিনুর রশিদ ইকু বলেন, কালো টাকার বিনিময়ে কাউন্সিলের নামে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে। আমরা ফলাফল প্রত্যাখান করছি। আমরা দ্রুত স্বচ্ছ কাউন্সিল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি। 

ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশার এএইচএম ওবায়দুর রহমার সুইটের ঘোষিত ঘোষিত ফলাফল অনুযায়ী আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি পদে কামরুজ্জামান কমল (সাইকেল), সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা (মোরগ), সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল হাসান (আনারস) ও মোঃ মোশারফ হোসেন (কাঁঠাল) নির্বাচিত হয়েছেন। 

আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি পদে আফাজ উদ্দিন (চেয়ার), সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু (মোরগ), আনিছুর রহমান (আনারস), আবু রায়হান খাঁন (হাতি) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, আমার জীবনে এত সুষ্ঠু ও সুন্দর কাউন্সিল দেখিনি। এত সুন্দর নির্বাচনের পুরো উপজেলাবাসী সাক্ষী রয়েছেন। কালো টাকার যে কথা ছড়ানো হচ্ছ সেটি আষাঢ়ের গল্প। যে হেরে গেছেন তারা হয়তো মনোকষ্টে আছেন। তাদের সবাইকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে চাই।

ত্রি-বাষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এএইচএম ওবায়দুর রহমান সুইট বলেন, আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালেটে ভোট হয়েছে। যারা কাউন্সিলকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন তারা দলের ভালো চান না।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি