ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

আক্রমণাত্বক সূচনায় ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রকাশিত : ১৩:০৬, ১৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২০, ১৭ ডিসেম্বর ২০১৮

ক্যারিবিয়ানদের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে আক্রমণাত্বক সূচনা করতে গিয়ে শুরুর দিকেই ৪ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। প্রথম ৫.১ ওভার শেষে সাকিব বাহিনীর সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৮ রান।

বাংলাদেশের হয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

শুরু থেকেই ক্যারিবিয়ানদের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকেন টাইগারদের দুই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে তামিম ইকবাল উইন্ডিজ বোলার কটিট্রিলের এক শট বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে সহজ ক্যাচ তুলে দেন। তখন তার সংগ্রহ ছিল ৭ বলে ৫ রান।

পরের ওভারে থমাসকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন লিটন দাস। তিনি ৫ বলে করেন ৬ রান। উইকেট পতনের এই ধারা চলতেই থাকে। ইনিংসের চতুর্থ ওভারে আবারও কট্রিলের আঘাত। এবার সৌম্য সরকার ধরা পরেন পাওয়েলের হাতে। তিনি করেন ৪ বলে ৫ রান।

রান আউটের শিকার হন মুশফিকুর রহিম। তিনি পাওয়েলের সরাসরি থ্রোতে প্যাভিলিয়নে ফেরত আসেন। এরআগে ৩ বলে ৫ রান করতে সক্ষম হন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি