আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৮:৪৫, ৪ নভেম্বর ২০১৮
আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে আজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধরে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও খতমে কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা ২০১২ সালের ৪ নভেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
এসএ/