ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আগাম নির্বাচন নিয়ে গুঞ্জণের কোনো ভিত্তি নেই : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগাম নির্বাচন নিয়ে যে গুঞ্জণ চলছে তার কোনো ভিত্তি নেই। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আগাম নির্বাচন নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, এটা গুঞ্জন, নেহাতই গুঞ্জন। এর কোনো ভিত্তি নেই। তবে আওয়ামীলীগ চায়, বিজয়ের মাসে নির্বাচন অনুষ্ঠিত হোক।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা আদালতের এখতিয়ার। তাকে সাজা দেবে কি দেবে না, এটা তাঁদের বিচার্য বিষয়। এই মামলা করেছে ফখরুদ্দীনের সাবেক তত্ত্বাবধায়ক সরকার। এর সঙ্গে আওয়ামীলীগের কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সহিংসতা হচ্ছে বিএনপির আসল চরিত্র। তারা আবার সহিংসতার পথে ফিরে যাচ্ছে।

 

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি