ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আগাম ভোট দিলেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ৩১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারের উইলমিংটন থেকে হোয়াইট হাউসে ফেরার আগে পাশের একটি কেন্দ্রে গিয়ে আগাম ভোট দেন তিনি।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর সপ্তাহখানেক আগে নিজের উত্তরসূরি বেছে নিতে ভোট দেন বাইডেন।

এ সময় কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘চলুন, ভোট দিতে যাই।’

বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেন সরে গেলে প্রার্থী হন কমলা। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের এখন আগাম ভোট নেওয়া চলছে।

রয়টার্সের প্রতিবেদনের খবর, আগাম ভোট দেওয়া মানুষদের কেউ কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন। রেকর্ডসংখ্যক ভোট পড়তে দেখা গেছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি