ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা নেই: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২৭ এপ্রিল ২০১৭

বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শেরে বাংলা একে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে, ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি নিবন্ধন বাতিলের ঝুঁকি এড়াতেই নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের আন্দোলনের ডাকে জনগণ এখন সাড়া দেয় না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি