আগামী নির্বাচনে ১৪ দলকে বিজয়ী করতে হবে : মেনন
প্রকাশিত : ২২:০৭, ১৫ ডিসেম্বর ২০১৭
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আগামী নির্বাচনে ১৪ দলকে বিজয়ী করতে হবে। বর্তমানের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ও উন্নয়নকে এগিয়ে নিতে এর কোনও বিকল্প নেই।
শুক্রবার বিকালে ওয়ার্কার্স পার্টির তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টি মতিঝিল থানার সব শাখা ও প্রাথমিক কমিটির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কেবল এদেশের জন্য নয়, এই অঞ্চলের শান্তি ও অগ্রগতির জন্য প্রয়োজন। পাকিস্তানের পরিস্থিতি ফিরে আসতে দেওয়া যাবে না।’
সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মহিউদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
মতিঝিল থানা সম্পাদক মুর্শিদা আখতার নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সাহা দিপু, বিকল্প সদস্য মোস্তফা আলমগীর রতন ও মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক কিশোর রায়।
সূত্র : বাসস
/ডিডি/
আরও পড়ুন