ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

আগামী বছর কোপায় দেখা যাবে অস্ট্রেলিয়াকে

প্রকাশিত : ১৬:১৪, ১৫ জুন ২০১৯

কোপা আমেরিকা ফুটবলের এবারের আসর শুরু হয়েছে আজ শনিবার। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টের ১২টি দলকে ভাগ করা হয়েছে তিনটি গ্রুপে৷

এবার ‘এ’ গ্রুপে আয়োজক ব্রাজিলের সঙ্গে রয়েছে বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু৷ ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও অতিথি দল কাতার৷ ‘সি’ গ্রুপে আর এক আমন্ত্রিত দল জাপানের সঙ্গে রয়েছে উরুগুয়ে, ইকুয়েডর ও চিলি৷ আর সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের তরফে জানানো হয়েছে, পরবর্তী কোপা আমেরিকার আসরে দেখা যাবে অস্ট্রেলিয়া ফুটবল দলকে৷

আমন্ত্রিত দেশ হিসেবে ২০২০ কোপা আমেরিকা খেলবে অস্ট্রেলিয়া৷ সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকেও পুনরায় দেখা যাবে কোপা আমেরিকার পরবর্তী সংস্করণে৷

আর্জেন্টিনা ও কলম্বিয়া যুগ্মভাবে পরবর্তী কোপা আমেরিকা আয়োজন করবে৷ ১২ দলের টুর্নামেন্টকে দুটি গ্রুপে ভাগ করা হবে৷ ভৌগলিক অবস্থান অনুযায়ী এক একট গ্রুপ নিজেদের মধ্যে লিগের ম্যাচগুলো খেলবে যে কোনও একটি আয়োজক দেশে৷ অর্থাৎ একটি গ্রুপের খেলা হবে আর্জেন্টিনায়৷ অপর একটি গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বিয়ায়৷ স্বাভাবিকভাবেই আয়োজক দেশেরা নিজেদের দেশেই খেলবে তাদের গ্রুপের ম্যাচ৷ দুটি গ্রুপের চারটি করে দল নক-আউটে জায়গা করে নেবে৷ যদিও নক-আউট পর্বের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও নির্দারিত হয়নি৷ তবে দিন পনেরোর মধ্যেই নক-আউট ম্যাচগুলোর ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কনফেডারেশনের তরফে জানানো হয়৷


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি