
আগামী বছরের শুরুতে বিআরটিসি’র বহরে ৬’শ যাত্রীবাহী বাস ও ৫’শ ট্রাক যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে এক মত বিনিময় সভায় মন্ত্রী বলেন, যাত্রী-দুর্ভোগ কমাতে বিআরটিসি’র বহরে এসব যানবাহন যোগ হবে। সঠিক রক্ষণাবেক্ষনের অভাবে বিআরটিসি’র অধিকাংশ বাস চলাচলের অনুপোযুগী উল্লেখ করে, সেসময় কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। এগুলো তদন্ত করে প্রতিবেদন জমা দিতে চেয়ারম্যানকে নির্দেশ দেন তিনি। অন্যথায় দুদকের আশ্রয় নেয়া হবে বলে জানান মন্ত্রী।